ডোমারে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করি, মা ও শিশু মৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ল্যাম্ব “শো” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সকল কর্মী ও কর্মকর্তাদের নিয়ে, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসের মানু’র  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর। বিশেষ অতিথি হিসাবে, ডাঃ তপন কুমার রায়, ডাঃ মোস্তাফিজার রহমান, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান একরামুল হক, আব্দুল হামিদ, নারী নেত্রী তৌহিদা জ্যোতি উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রকল্পের ফিল্ড টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অডিনেটর আব্দুস সালাম, এডওয়ার্ড বিশ্বাস, ফারুমা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গর্ভবতী মায়েদের নিরাপদ ও স্বাভাবিক প্রসব করানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ল্যাম্বের ২৩জন কর্মীকে পুরস্কার প্রদান করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5636759376606606681

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item