পার্বতীপুরে সাংবাদিকদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর মতবিনিময়

এম এ বাবলু  পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ 
মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান এমপি, বলেছেন-দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০ টায় দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- এর আগেও এ আসনে বিগত ত্রিশ বছরে ছয় মেয়াদে আমি সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছি। গত ১০ বছর ধরে মন্ত্রীর দায়িত্ব পালন করছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোন নির্বাচনে প্রতিপক্ষের প্রার্থী আমার দ্বারা কোন হামলা বা মামলার শিকার হয়নি। আগামীতেও হবে না। পার্বতীপুর-ফুলবাড়ী ভোটাররা ইতিপূর্বের নির্বাচনে আমাকে যে ভালবাসার প্রমাণ দিয়েছে, তাদের ভালবাসার উপর বিশ^াস রেখে ইনশা আল্লাহ আগামিতেও আমি বিজয়ী হব। এ ব্যাপারে তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ঘন্টা ব্যাপী মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাধারন সম্পাদ আমজাদ হোসেন, প্রথম আলোর (সৈয়দপুর, নীলফামারী) প্রতিনিধি এমআর আলম, জনকন্ঠের শআম হায়দার, ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পনের আতাউর রহমান, কালেরকণ্ঠের আবদুল কাদির, যুগান্তরের মুসলিমুর রহমান, নয়াদিগন্তের মোস্তাকিম সরকার, যায়যায়দিনের এমএ আলম বাবলু, ইনকিলাবের এমএ জলিল সরকার, সমকালের মাহমুদুর রহমান, দিনকালের একরামুল হক বেলাল, খবরের জাকির হোসেন, জনতার মিজানুর রহমান, চ্যানেল এস এর আবদুল্লা আল মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের সোহেল সানী । এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামানিক ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4683170487716654630

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item