ফুলবাড়ীতে বিপ্লবী ছাত্র মৈত্রী’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“সংসদীয় স্বৈরতন্ত্র ভেঙ্গে জনগণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন শক্তিশালী কর” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিপ্লবী ছাত্র মৈত্রী’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে স্থানী নিমতলামোড়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিপ্লবী ছাত্র মৈত্রী ফুলবাড়ী শাখার সভাপতি রাসেল আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায়, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, গাইবাদ্ধা জেলা সংগঠক তৈয়ব আলী, বিপ্লবী ছাত্র মৈত্রী ফুলবাড়ী শাখার সহ-সভাপতি রুপম সরকার, সাংগঠনিক সম্পাদক জীবন রায়, সাবেক নেতা সেলিম হোসাইন, সোহাগ খাঁন। সভা পরিচালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ফুলবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মরিুজ্জামান মনির। আলোচনাসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদমিনারে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দরা।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4265222855543071503

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item