দিনাজপুর ৫-প্রচারনায় সরগরম ॥ লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা দিনরাত কঠোর পরিশ্রম করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকা চোষে বেড়াচ্ছেন। সভা সমাবেশে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করে ভোট প্রার্থনা করছেন। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে এই নির্বাচনী এলাকা। মাইক ছাড়ও বিভিন্ন পদ্ধতিতে নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছে। এলাকার শহর বন্দর গ্রাম হাট বাজার সব জাগাতেই এখন নির্বাচনী আলোচনা। বিশেষ করে চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষন। বর্তমান অবস্থার প্রেক্ষিতে ধারনা করা হচ্ছে যে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মূল লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। এ আসনে মহাজোট তথা আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার । এ আসন থেকে পর পর ৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান নৌকা মার্কা নিয়ে এবারে ৭ম বারের মত প্রতিদ্বন্দিতা করছেন। অন্যদিকে ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী হয়েছেন দিনাজপুর জেলা বিএনপির আহব্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। তিনি ইতোপূর্বে এই আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারে তিনি ধানের শীষ মার্কা নিয়ে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।  এ আসনটিতে দুজনেই প্রতিদ্বন্দিতামূলক প্রার্থী। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমিনুল আলম জানান, এ আসনে ইউনিয়নের সংখ্যা ১৭টি, পৌরসভা ২টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯টি, ভোট কক্ষের সংখ্যা ৭৩৪টি। পার্বতীপুর উপজেলার ভোটার সংখ্যা পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৩১৪ জন এবং মহিলা ১ লাখ ৩২ হাজার ৫৫৩ জন। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৭৬১ জন। অপর উপজেলায় ফুলবাড়ীতে পুরুষ ৬৬ হাজার ৭১৬ এবং মহিলা ৬৬ হাজার ৭৪১ জন। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৫৭ জন।

পুরোনো সংবাদ

নির্বাচন 2911033528514952468

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item