পার্বতীপুরে চোরাচালানী পণ্য নিলামে বিক্রি ও মাদকদ্রব্য ধ্বংস

এম এ আলম বাবলু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী পণ্য নিলামে বিক্রি ও মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বিকালে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোঃ শামসুজ্জামানের উপস্থিতিতে রেলওয়ে থানায় প্রকাশ্যে নিলাম ও মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ১৬ লক্ষ ৬৮ হাজার টাকা এবং নিলামে বিক্রিত চোরাচালানি পন্যের মূল্যে ৫৬হাজার ৪৯৪ টাকা।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ভারত থেকে সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধভাবে  ট্রেন যোগে নিয়ে আসা বিভিন্ন ধরনের  চোরাচালানি পন্য এবং মাদকদ্রব্য বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে। আদালতের নির্দেশক্রমে উদ্ধারকৃত চোরাচালানী পন্য প্রকাশ্যে নিলামে বিক্রি ও মাদকদ্রব্য ধ্বংস করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী  পন্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চাদর, জিরা, লবণ, স্টিলের সামগ্রী, শিশু খাদ্যসহ বিভিন্ন ধরনের প্রশাধনি এবং উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে ছিল ফেন্সিডিল, এ্যাম্পুলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য।   এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সাংবাদিক এম এ আলম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 22023111873453250

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item