পার্বতীপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজারকে গণসংবর্ধনা

এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ি নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর-৫। ৩০ ডিসেম্বর রোববার এ আসনে টানা ৭ম বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার। দিনাজপুর-৫ আসনে নৌকা প্রতীকে ১লাখ ৮৯ হাজার ২৮০ ভোট পেয়ে তিনি বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী এজেড এম রেজওয়ানুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ১লাখ ২৯হাজার ১৬৭টি ভোট। দিনাজপুর-৫ আসনের শুধু পার্বতীপুর উপজেলায় নৌকা মার্কায় মোট ভোট-১৩৪১২২ এবং ধানের শীষ-৮০২৯১ এবং ফুলবাড়ি উপজেলায় নৌকা-৫৫১৫৮ এবং ধানের শীষ ৪৮৮৭৬। আজ সোমবার সকালে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ম বারেরমতো নির্বাচিত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। 

পুরোনো সংবাদ

নির্বাচন 5515024026721090476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item