ডিমলায় এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচী বিষয়ক প্রশিক্ষন ॥

মহিনুল ইসলাম সুজন, ডিমলা প্রতিনিধিঃ- নীলফামারীর ডিমলায় স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অধিকার নিশ্চিত করতে টেকসই উন্নয়ন অভিষ্ঠ(এসডিজি)সম্পর্কিত সরকারী নীতি ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে বিপদাপন্ন ও প্রান্তিক জনগোষ্ঠি, সুশীল সংগঠন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন সমূহকে শক্তিশালী করার উদ্দেশে গৃহীত গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন শীর্ষক প্রকল্পের এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচী বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৩শে ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার আরডিআরএস অফিসের প্রশিক্ষন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি) ও অক্রফাম এর অংশীদারিত্বে, এবং ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) এর আর্থিক সহায়তায় বাস্তবায়নরত পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান পল্লীশ্রী রিকল-২০২১ প্রকল্পের কর্মকৌশলে “এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচী বিষয়ক এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে  ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর খান লোহানী হাবলু,কার্যনির্বাহী সভাপতি-মাহাবুব ইসলাম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,প্রভাষক-মোজাফফর হোসেন কাজল,অমিও ব্যানার্জী,প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন,স্বনির্ভর মহিলা উন্নয়ন সংস্থা সভানেত্রী-গুলশান আরা, মানবাধিকার কর্মী জাহানারা বেগম, যুব নেটওয়ার্ক আহবায়ক-শিউলি বেগম,টেপাখড়িবাড়ী ইউনিয়ন ফেডারেশন সভাপতি জিকরুল ইসলাম,পুর্বছাতনাই যুব উন্নয়ন সংস্থার সভাপতি সেলিম পারভেজ,উদীয়মান যুব সংঘ সভাপতি-সেলিম হোসেন পল্লীশ্রী রি-কল প্রকল্পের  সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, প্রতীক প্রকল্পের প্রজেক্ট অফিসার এম.এ মকিম চৌধুরী,উক্ত প্রজেক্টের কমিউনিটি ভোলান্টিয়ার সামসুদ্দিন মিয়া সহ বিভিন্ন সামাজিক ও সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনের শেষে প্রশিক্ষনের বিষয় বাস্তবায়নের লক্ষে একটি কমিটি গঠন করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 1510378679571643419

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item