নীলফামারী-৪ আসনে বেবী নাজনীনকে ধানের শীষের প্রার্থীতার জন্য বিএনপির চিঠি

বিশেষ প্রতিনিধি ॥ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করার পর সেখানে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান মঙ্গলবার(২৫ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে। তবে নীলফামারী জেলা রিটানীং অফিসার ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে জানান এ সংক্রান্ত কোন পত্র তিনি পাননি। বিধায় তিনি কিছু জানেন না। তবে ওই আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থীতা স্থগিত তা নিশ্চিত করেন তিনি।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান সাংবাদিকদের বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে এ মনোনয়ন চূড়ান্ত করেন। চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনিত করা হয়েছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছে। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হল। বেবী নাজনীন বিএনপি থেকে মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু তাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখে মো. আমজাদ হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি। সোমবার(২৪ ডিসেম্বর) মো. আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত করেন হাইকোর্টের চেম্বার আদালত। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকে নির্বাচন করছিলেন অভিযোগ করে তার বিরুদ্ধে আদালতে এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেন আদালত।
উল্লেখ্য, বেবী নাজনীন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5883275383620332171

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item