হরিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ

জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রহমতপুর নুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় বালু ব্যবসীয় আজিজুল হক’র বিরুদ্ধে। সে ঐ এলাকার রহমতপুর গ্রামের মৃত হিসামুউদ্দীর ছেলে আজিজুল হক। এলাকায় র্দীঘদিন ধরে নুনা থেকে ড্রেজার মিশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
নুনার পাড়ে বসবাসরত কয়েকজন বলেন, বালু উত্তোলনের ফলে আমাদের আবাদি জমি নষ্ট হচ্ছে। উদ্বেগজনক ভাবে বাড়ছে নুনার পাড় ভাংঙ্গন। এভাবে বালু উত্তোলন করলে ভূগর্ভের শূণ্যস্থান যখন পাশের বালু ও মাটি পূরণ করতে যাবে তখন ভূমি ধসের আশষ্কা রয়েছে।
সূত্রে জানায়, উপজেলায় কোনো বালু মহল না থাকলেও অবৈধভাবে বালু উত্তোলন করে বাজারে উচ্চ দরে বিক্রি করছে আজিজুল হক।
সরেজমিনে জানা যায়, ড্রেজার মিশিন দিয়ে ৯ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা।
ড্রেজার চালক আফজাল বলেন, বালু উত্তোলনের জন্য আমাদের কোনো অনুমতিপত্র নাই। আমি কর্মচারী হিসাবে ড্রেজারে কাজ করছি।
বালু উত্তোলন কারী আজিজুল হক বলেন, ফসল হচ্ছে না, তাই নিজের জমিতে পুকুর করব এবং বালু বিক্রি করব।
এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফ বেগ বলেন, আমি মুঠো ফোনে যেনে ইউনিয়ন ভূমি অফিসারকে তদন্ত করার জন্য বলেছি। তদন্ত শেষে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া   হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5739680389546614774

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item