ঠাকুরগাঁওয়ে অনলাইন সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সভায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষ এখন সমাজে তথা দেশের ঘটে যাওয়া ঘটনা গুলো তাৎক্ষনিক ভাবে অনলাইন নিউজ পোর্টালগুলোর মাধ্যমে জানতে পারছে। দেশের অনেক অনলাইন পোর্টাল অনেক ভালো সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক ভাবে সুনাম অর্জন করেছে।

পুলিশ সুপার আরও বলেন, মানুষ এখন অনলাইনের দিকে ঝুঁকে পড়েছেন। কারণ তাৎক্ষণিক ভাবে এখন অনলাইনগুলোতে যে কোন সংবাদ সবার আগে পাওয়া যায়। অনলাইন পত্রিকাগুলোতে সংবাদের মান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সেজন্য ঠাকুরগাঁও জেলার অনলাইন সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন, সহ সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক জুনাইদ কবির, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুজ্জামান সাজু, ক্রীড়া সম্পাদক আসিফ জামান, সাংস্কৃতিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5573848084495325299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item