সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোরের মায়ের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোরের মাতা আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার  রাত সাড়ে ১০ টায় শহরের পুরাতন মুন্সীপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল (শুক্রবার) বাদ জুম্মা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাই স্কুল) খেলার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর নামাজে জানাজায় শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
 তাঁর মৃত্যুতে নীলফামারী - ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম, সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিনা সালাম, কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল আজিজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যায় ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. রাজিব উদ্দিন বাবু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজোর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মো. মাসুম শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।     

পুরোনো সংবাদ

নীলফামারী 7177226338240229887

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item