সৈয়দপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে  ৩০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এডিপি সাধারণ বরাদ্দকৃত অর্থে (২০১৭- ২০১৮ অর্থবছরে) নীলফামারী জেলা পরিষদের ১৩ নম্বর সাধারণ ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র পরিবারে মাঝে ওই টিউবওয়েল বিতরণ করা হয়।
আজ(বৃহস্পতিবার) বেলা ২টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
 টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের ১৩ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. শামীম চৌধুরী।
সৈয়দপুর উপজেলার  ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের  চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
 অনুষ্ঠানে খাতামধুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর এবং কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর  এবং কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৩০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে নতুন টিউবওয়েল বিতরণ করা হয়েছে।           

পুরোনো সংবাদ

নীলফামারী 1338181188253446019

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item