মধ্য লালচাঁদপুর মেরুয়ায় অষ্টপ্রহর অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গম্বিয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মধ্য লালচাঁদপুর মেরুয়ায় শ্বাশত শান্তির মহা মানসে ও সকল জীবের কল্যান কামনায় অষ্ট প্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান। গত বৃহস্পতিবার ভোর থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত মেরুয়া হরি বাসর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অষ্টপ্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠানটি। শ্রী উত্তম কুমার রায় (প্রোপাইটার, উত্তম জুয়েলার্স, পাগলাপীর) এর প্রধান পৃষ্ঠপোষকতায় ইউপি সদস্য হাবিবুর রহমান দুলু, জন প্রতিনিধি, রাজনীতিবীদ, সমাজসেবক, সাংবাদিক, পুলিশ প্রশাসন সহ উৎসব মুখর সনাতন হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ আবাল বৃদ্ধ বনীতারা উপস্থিত থেকে উপভোগ করেন অনুষ্ঠানটি। উক্ত অষ্টপ্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠানে পরিচালনা পর্ষদের সহ সাধারন সম্পাদক সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্যপ্রার্থী শ্রী হৃদয় চন্দ্র রায় এর উপস্থাপনা পরিচালনায় সংর্কিতনে অংশগ্রহন করেন রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর লালচাঁদপুরের রাধাকৃষ্ণ সম্প্রদায়, বদরগঞ্জ উপজেলার উত্তর বাওচন্ডী সুতাপাড়ার রাধাকৃষ্ণ সম্প্রদায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুসা, বালাপাড়ার রাধাকৃষ্ণ সম্প্রদায়, রংপুর মহানগরীর সুকানচকি মধ্যপাড়া অভিরামের শ্যামসুন্দর সম্প্রদায়, গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুরে শ্রী শ্রী লোকনাথ সংঘ, সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর লালচাঁদপুরের নীলা কির্তন দল ও গংগাচড়া উপজেলার বটখর বাবুপাড়ার রাধাকৃষ্ণ হরিমন্দির সম্প্রদায়। 

পুরোনো সংবাদ

রংপুর 6600925636433485017

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item