রংপুর-৩ আসনে এরশাদের মনোনয়ন জমা

ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এনামুল হাবীবের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জাপা নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান যতবার রংপুর সদর আসনে নির্বাচনে করেছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন। সদর আসনের মানুষ এরশাদকে ভালোবাসে। আমরা আশা করি এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এ আসনে।’
মহাজোটে আসন ভাগাভাগি নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টির অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থীও মনোনয়ন নিয়েছেন। কোনো কোনো আসনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীও রয়েছে। আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আলোচনার মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তবে নির্বাচনে প্রচার-প্রচারণায় কোনো সমস্যা হবে না।

পুরোনো সংবাদ

রংপুর 6517731164902125843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item