পাগলাপীরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যবস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে নির্দিষ্ট কোন স্থানে ডাস্টবিন না থাকায় যেখানে সেখানে ময়লা আবর্জনা কাগজপত্র পলিথিন ব্যাগ ফেলা হচ্ছে। এর ফলে দিন দিন নষ্ট হচ্ছে পরিবেশ এবং সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে পাগলাপীরের। জানা গেছে, পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, জলঢাকা ডালিয়া বুড়ীমারী সহ জনগুরুত্বপূর্ণ ৫টি সড়কের দুধারে গড়ে ওঠা জনতা ব্যাংকের শাখা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীসহ বিভিন্ন এনজিও প্রতিষ্টান, পাগলাপীর কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভাই ভাই শপিং কমপ্লেক্সসহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যবহৃত ময়লা আবর্জনা কাগজপত্রের টুকরো পলিথিন ব্যাগের টুকরোসহ নানা ময়লা আবর্জনা জিনিষপত্র যেখানে সেখানে পড়ে থাকায় নষ্ট হচ্ছে পরিবেশ। বিশেষ করে বিভিন্ন যানবাহন রাস্তায় চলাচলের সময় এসব ময়লা কাগজপত্রের টুকরো পলিথিন ব্যাগ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী পথচারীসহ সাধারন মানুষজনের গায়ে ছিটকে পড়ছে। আবার সামান্য বৃষ্টিপাতের পানিতে এসব ময়লা আবর্জনা পচে ছড়াচ্ছে পচা দূর্গন্ধ। এর ফলে নানা রোগবালাই ছড়িয়ে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। শুধু তাই নয়, এসব ময়লা আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকায় দিন দিন সৌন্দর্য হারিয়ে যাচ্ছে স্বপ্নের শহর পাগলাপীরের । তাই পাগলাপীরের সচেতন মহল যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো বন্ধের জন্য ৫টি সড়কের গুরুত্বপুর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনের প্রয়োয়নীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5602626285271788734

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item