গঙ্গাচড়া একরামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: 
রংপুরের গঙ্গাচড়া উপজেলা বেতগাড়ী ইউনিয়নের একরামিয়া বহুমূখী ডিগ্রী মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফজলুল করিম গত ৫ মাস ধরে মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছে। তার দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয় মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। গত অর্থ বছরের জেলা পরিষদ থেকে অত্র মাদ্রাসার টয়লেট নির্মানের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বাজেট আসে। উক্ত টাকা দিয়ে নতুন টয়লেট তৈরি করার কথা থাকলেও পুরোনো টয়লেট সংস্কার করে নাম মাত্র টয়লেটের কাজ করেছে বলে চালিয়ে দেয়। মাদ্রাসার অভিভাবক ও স্থানীয় লোকজন জানান মাদ্রাসার প্রায় ৭ একর চাষাবাদকৃত জমি বন্ধক রেখে কয়েক লক্ষ টাকা মাদ্রাসার উন্নয়নের নামে আত্বসাৎ করে। মাদ্রাসার ম্যানেজিং ও আহ্বায়ক কমিটি না থাকায় তিনি নিজেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তার মন গড়াভাবে ১ জন অধ্যক্ষ, ১ জন অফিস সহকারী, ১ নৈশ্য প্রহরী পত্রিকায় প্রকাশ করে। তিনি প্রতেক প্রার্থীর কাছ থেকে চাকুরী নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন থেকে নিয়োগ দিবে বলে টাল বাহনা করে আসেছে। এব্যাপারে সাবেক সভাপতি শহিদুল হক মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেল মাদ্রাসার ম্যানেজিং কমিটি আছে উক্ত কমিটির বর্তমান সভাপতি আমি কিছু কুচক্রী মহল মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য পায়তারা করে আসছে। এদিকে জমি দাতা মৃত রমজান আলীর ছেলে মোকলেছুর রহমান বলেন আমার বাবা এই মাদ্রাসায় ১৮ শতক জমি দান করেছিলেন কিন্তু আমাদের পরিবারের কেউ এই মাদ্রাসায় কোন সভায় কোন গুরুত্ব দেয়া হয় না। উক্ত বিষয়ে এলাকার লোকজন ও অভিভাগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 865997890197256058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item