রংপুরে মাদকের বড় চালান আটক, গ্রেফতার ১

মামুনুর রশিদ মেরাজুল, রংপুর ব্যুরোঃ 
রংপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধি বিশেষ অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও নগদ টাকাসহ শাহারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া আটটায় রংপুর মহানগরীর আরকে রোড তাজহাট কলোনী এলাকায় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৪২৬পিচ ইয়াবা,  ৮ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ২৯ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আরকে রোড কলোনীতে মাদক বিরোধি অভিযান চালিয়ে শাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযানে নগদ ২ লক্ষ ২৯ হাজার ৫’শ টাকাসহ ৪২৬ পিচ ইয়াবা, ৮ বোতল ফেন্সিডিল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার হয়।
আটক ইয়াবার মূল্য ২ লক্ষ ১৩ হাজার টাকা, ফেন্সিডিল ৮ হাজার এবং মোবাইলের মূল্য ৩০ হাজার টাকা। এ অভিযানে আটক শাহারুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। 

পুরোনো সংবাদ

রংপুর 1639671495292363256

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item