পঞ্চগড়ে বিভিন্ন মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। সোনালী ধানের শীষের সমারোহ জানিয়ে দিচ্ছে নানান উৎসবের আমেজ। বর্তমান আমন মৌসুমের মহুর্ত, এই সময়ে শীতের আগমনের বার্তা নিয়ে এসেছে মাঠের পর মাঠে সোনালী ধানের শিষে শিশির বিন্দুর ছোয়া। এই সময়ে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মাঠে আমন ধানের শক্ত গাছে গোড়া খেয়ে ফেলতো পচামিনা ও কারেন্ট পোকা। বিভিন্ন উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় প্রতি বছর এগুলো দমনে কীটনাশক প্রয়োগে ব্যস্ত হয়ে পড়তো কৃষকরা। চলতি আমন ধান চাষ মৌসুমে পোচামিনা ও কারেন্ট পোকা দমনে গত বছরের তুলনায় কিটনাশক প্রয়োগ কমেছে কৃষকদের। বোদা উপজেলার পাথরাজ গ্রামের আব্দুল শফিকুল, আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামের শান্ত রায় ও পঞ্চগড় হাড়িভাষার খাজমত আলী ও তেঁতুলিয়ার মো: সুনয়ন মিয়া সহ বেশ কয়েকজন কৃষক জানান তারা এবার আমন মৌসুমের শুরু থেকেই বুক ভরা আশা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করছেন। পঞ্চগড় জেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ মতিন রহমান জানান এ বছর চলতি আমান মৌসুমে শুধুমাত্র বোদা উপজেলায় সর্বমোট ২০ হাজার ১০ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছে কৃষকরা। তবে এর মধ্যে উপসী জাতের ধান ৭ হাজার ৮০ হেক্টর ও বাকি ৩০০ হেক্টর জমিতে দেশী ও আতপ জাতের ধান চাষ করা হয়েছে। তাছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে অন্যান্য বছর বৃষ্টির পানির সংকট না থাকলেও চলতি বছরে বৃষ্টিপাত না হওয়ায় পানির অভাব দেখা দেয়। উপজেলার কৃষকেরা প্রায় বিঘা প্রতি গভির নলকুপ ও সেলো মেশিন দিয়ে সেচ দেওয়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে। পঞ্চগড় সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় মাঠে গিয়ে দেখা গেছে আবহাওয়া অনুকুলে থাকায় মাঠের পর মাঠ সোনালী ধানের শিষের সমারোহ যেন দোল খাচ্ছে। আমন মৌসুমে এই মহুর্তে অন্যান্য পোকার উপদ্রব কমলেও কিছু জমিতে কারেন্ট পোকার বিষ প্রয়োগ করতে কৃষকদের দেখা গেছে। আগামীতে আশানরুপ ধানের দাম পাবেন এ আশাও ব্যক্ত করেছেন তারা। প্রাকৃতিক দূর্যোগ না থাকায় আমন ধানের বামপার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6966095195660887138

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item