নীলফামারীতে ইভটিজিং প্রতিরোধে কারাত প্রশিক্ষণ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারীতে ইভটিাজিং প্রতিরোধে কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দুবাছুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ছয় দিনের ওই প্রশিক্ষণটি  রবিবার (১৮ নভেম্বর) দুপুরে সমাপ্ত হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজিত প্রশিক্ষনে বিদ্যালয়রে ২৫জন ছাত্রী অংশগ্রহন করে।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতা দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার সাধারণ সম্পাদক ভুবন রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য যোগেশ চন্দ্র রায়, উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী কুদ্দুস সরকার, জে-ার সমতা প্রকল্পের সমন্বয়কারী শাহনাজ বেগম, জে-ার উন্নয়ন কর্মকর্তা সালমা আক্তার, কারাত প্রশিক্ষরণর প্রশিক্ষক গায়েত্রী রায়, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, শরীফা আক্তার প্রমুখ।
প্রশিক্ষণ গ্রহনের অনুভুতিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী বলেন,‘প্রশিক্ষণটিতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, মানষিক বিকাশ ঘটেছে। আমরা মেয়েরা স্কুলে যাওয়া আসার পথে  প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হই, ওই প্রশিক্ষণে নিজেকে রক্ষার কৌশল শিখেছি। আমরা প্রশিক্ষণটি বিদ্যালয়ের অন্যান্য সহপাঠিদের মধ্যে ছড়িয়ে দিতে চাই’।
অপর শিক্ষার্থী শরীফা আক্তার বলেন,‘নিজেকে রক্ষার কৌশল হিসেবে প্রশিক্ষণটি জরুরী। কিন্তু বিদ্যালয়ের আড়াইশ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৫ জন ওই প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। আমরা যারা সুযোগ পাইনি ওই ২৫ জনের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করছি। মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা সকলে মিলে একটি সমতার সমাজ প্রতিষ্ঠিত করতে চাই’।
সংস্থাটির জে-ার সমতা প্রকল্পের সমন্বয়কারী শাহনাজ বেগম জানান, জেলার বিভিন্ন স্কুল কলেজে মোট ৬৩টি ব্যাচে এক হাজার ৮৯০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এপর্যন্ত। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6788429805885499533

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item