নীলফামারীতে বঙ্গবন্ধু পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ নভেম্বর॥ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যে নীলফামারীতে বঙ্গবন্ধু পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১১টার হতে বিকাল পর্যন্ত দুই পর্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন।
বঙ্গবন্ধু পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাডঃ জোনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ^ বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
বঙ্গবন্ধু পরিষদের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এন.কে আলম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার কান্তিভূষন কুন্ডু, বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম আমিনুর রহমান, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকার,
আব্দুল হক প্রধান, খোকা রাম রায়, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম নীলফামারী পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ৭২র সংবিধান প্রতিষ্ঠা এবং মহান স্বাধীনতার চেতনা রক্ষায় আওয়ামীলীগের কোন বিকল্প নেই। অন্য কোন দলের কাছে এগুলো আশা করা যায় না।
তিনি বলেন, গেল দশ বছরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশে^র কাছে প্রশংসিত হয়েছে। আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে না পারলে শেখ হাসিনার অর্জনগুলো নষ্ট হয়ে যাবে এবং পিছিয়ে পড়বে সম্ভাবনাময় এই দেশটি।
এজন্য আগামী নির্বাচনে আমাদের সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কর্মী সমাবেশের আনুষ্ঠানিকতা।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 226660547550345291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item