নাগেশ্বরীতে দেড় বছরেও পুনঃনির্মাণ হয়নি ধনীটারী ব্রিজ কাচা সংযোগ সড়কটিরও বেহাল অবস্থা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেড় বছরেও পুনঃনির্মান হয়নি পাটেশ^রী ধনীটারী ব্রিজ। এতে যোগাযোগ বঞ্চিত প্রায় দশ গ্রামের মানুষ। বাঁশ ও ড্রাম দিয়ে তৈরি ভেলায় চরে ঝুঁকি নিয়ে পাড়াপাড় করলেও সেটিও এখন অকেজো। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গছে। ১৯৯৩ সালে কেয়ার বাংলাদেশ ৬ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে আদম আলী ট্রেডার্সের মাধ্যমে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাটেশ^রী-ধনীটারী সংযোগ সড়কে ব্রিজটি নির্মান করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ওই বছরেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজটি। বন্যায় ভেঙ্গে ভেসে যায় অনেক নির্মাণ সামগ্রী। বন্যার পরে বাকী কাজ সম্পন্ন হলে যোগাযোগের আলোর মুখ দেখতে থাকে ওইসব এলাকা মানুষ। শিক্ষা ও অর্থনীতির দিকেও এগুতে থাকে তারা। ওই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে থাকে ওয়াপদা বাজার, বামনডাঙ্গা, অন্তাইরপাড়, রুইয়ারপাড়, পাটেশ^রী, ধনীটারী, বড়মানী, তেলিয়ানী ও মালিয়ানীটারীর হাজারও মানুষ এবং ধনীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ^রী নুরানী ও হাফেজিয়া মাদারাসার শহ¯্রাধিক শিশু-কিশোর শিক্ষার্থী। কিন্তু বিগত ২০১৭ সালের ভয়াবহ বন্যা কাল হয়ে দাঁড়ায় ওইসব এলাকার মানুষের ভাগ্যের বিপরীতে। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারা। স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের চাটাই ও ড্রাম দিয়ে ভেলা তৈরী করে ঝুঁকি নিয়ে পাড়াপাড় হলেও সেটিও এখন ব্যবহারের অনুপযোগী। তাই স্কুল ও মাদরাসা দুটিতেও কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষা বঞ্চিত হচ্ছে ওইসব এলাকার অনেক শিশু। শুধু ব্রিজই নয় বেহাল অবস্থা নাগেশ^রী বটতলা থেকে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাচা রাস্তাটিরও। সংযোগ সড়কটি কাচা হওয়ায় খানা খন্দক আর গর্তের শেষ নেই। সসামান্য বৃষ্টি হলেই দুর্ভোগের শেষ থাকে না পথচারীর। কিন্তু দেখার কেউ নেই। স্থানীয় সাইয়েদুল সেকেন্দার বলেন, বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ব্রিজ ভেঙ্গে আরও বেশি সমস্যা। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী বলেন, আমি এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। নির্বাচনের আগেই টেন্ডার হবে আশা করি। উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, আমরা বন্যার পরই রাস্তা এবং ব্রিজ নির্মাণের জন্য স্টিমেট করে এলজিইডির হেড কোয়ার্টারে পাঠিয়েছি। আনুমোদন হয়ে আসলেই টেন্ডার হবে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 2591003023389152160

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item