জলঢাকা আসনে মহাজোটের প্রার্থী কাজি ফারুকসহ ১১জনের মনোনয়ন পত্র দাখিল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারী-৩ জলঢাকা আসনে মহাজোটের প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাপা নেতা সাবেক এমপি কাজী ফারুক কাদের। তিনি এবারের নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবে। এর আগেও তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে ২০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আজিজুল ইসলামকে পরাজিত করে। এই আসনে আরো মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন প্রার্থী । এদের মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছে উপজেলা আ’লীগের সভাপতি আনছার মিন্টু, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও সাবেক জলঢাকা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর।  অন্যদিকে জাতীয় পার্টির মনোনয়ন পত্র জমা দিয়েছেন আরো দুইজন এরা হলেন মেজর অবঃ প্রাপ্ত রানা মোহাম্মদ সোহেল ও স্বতন্ত্র হিসেবে ডাঃ বাদশা আলমগীর, এদিকে ২০ দলীয় জোটের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২জন এরা হলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। অপরদিকে জাসদ (ইনু) থেকে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ। এছাড়াও গণফ্রন্ট থেকে মোজাম্মেল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমজাদ হোসেন সরকার মনোনয়ন জমা দিয়েছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১১ জন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4354519394824058729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item