জলঢাকায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা  দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নীলফামারীর জলঢাকায় আনন্দ র‍্যালি করেছে উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ ও   বেসরকারি স্কুল কলেজ মাদরাসার সকল শিক্ষক  কর্মচারীবৃন্দ। এ উপলক্ষে রবিবার দুপুরে জলঢাকা জিরোপয়েন্ট মোড় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে ঐতিহাসিক জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সেক্রেটারি এম নুরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান, মিরগঞ্জ হাট কলেজের মিজানুর,রহমান, অধ্যাপক ধনেস্বর রায়, হেরম্ব কুমার রায়, রফিকুল ইসলাম, কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, ভাইস প্রিন্সিপাল হেমায়েত আলম, সুপার মাওলানা ইছাহাক আলী, প্রভাষক ফরিদুল হাসান বাবু, প্রভাষক তছলিম উদ্দিন, সহকারী শিক্ষক হারুন-অর- রশীদ, আব্দুল ওয়াদুদ আলী বিএসসি নুর মোহাম্মদ নাসিম মিলন ও মর্তুজা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করে এবং তার জন্য দোয়া করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5385820402768100551

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item