ছাড়পত্র পেল যৌথ প্রযোজনার ‘তুই আমার রানী’

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ সিনেমা। দুই বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়। গতকাল বুধবার বাংলাদেশ সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দিয়েছে। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও নায়িকা মিষ্টি জান্নাত।

‘তুই আমার রানী’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এ চলচ্চিত্রে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ভারতের প্রিন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমার শুটিং বাংলাদেশ ও ভারতে হয়েছে। মিষ্টি-সূর্য ছাড়াও এতে অভিনয় করেছেন বাংলাদেশের আবু হেনা রনি, সজল, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলনসহ অনেকে।

সিনেমা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘‘তুই আমার রানী’ সিনেমাটি দুই দেশেই একসঙ্গে মুক্তি দিতে চাই। তবে নতুন বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।’

মিষ্টি জান্নাত ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। সিনেমাটির শুটিং এখনো কিছু অংশের বাকি রয়েছে বলে জানা যায়।

২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিষ্টির। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ নামে আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সালে মিষ্টি অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি মুক্তি পায়। সজল আহমেদ পরিচালিত এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন সাইমন সাদিকের সঙ্গে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 356811509007850611

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item