ফেসবুকে কোনো নিউজফিড থাকবে না?

 তথ্যপ্রযুক্তি- বর্তমানে প্রতিদিন ১৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমটির যেকোনও পরিবর্তনই ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলে।

সম্প্রতি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের সব হিসাব প্রকাশ করেছে ফেসবুক। এ সময় বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সাইটটিতে পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন।

বেশিরভাগ ব্যবহারকারীর কাছেই ফেসবুক মানে বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপ ও পেজের শেয়ার করা খবর। এসব খবর যেখানে শেয়ার করা হয় সেটাই হলো নিউজফিড। আর এতেই পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন জাকারবার্গ।

এ সম্পর্কে জাকারবার্গ বলেন, মানুষ যেভাবে একে অন্যের সাথে যুক্ত হতে চায়, সেটা পর্যবেক্ষণ করছি আমরা। এতে দেখা যাচ্ছে মানুষ এখন ব্যক্তিগত পর্যায়ে মেসেজিং করতে ও সবকিছু শেয়ার করতে চায়।

তিনি আরও বলেন, পাবলিক বা সবার সাথে শেয়ারিং সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাওয়া মানুষের পরিমাণ দিন দিন বাড়ছে।

বিবিসির প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, তার এ কথাতেই লুকিয়ে আছে ফেসবুক পরিবর্তনের বিষয়টি। তিনি নিউজফিডের বর্তমান ধারণা তুলে দিয়ে নতুন এক ব্যবস্থা চালু করবেন বলে মনে করা হচ্ছে।

সেখানে পাবলিক নিউজফিড বলে কিছু থাকবে না। টেক্সট, ছবি বা ভিডিও ব্যক্তিগতভাবে শেয়ারের জন্য চালু হবে নতুন ফিচার। এবার দেখা যাক, বিশ্লেষকদের এই ধারণা সত্যি হয় কিনা।

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 4136922279759033050

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item