রংপুরে শেখ হাসিনার মনোনয়ন দাখিল করলেন স্পিকার

রংপুর ব্যুরো-মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে শেখ হাসিনা ও পরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

পরে শিরীন শারমিন সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এরপর আমিও মনোনয়নপত্র দাখিল করেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে, এ আসনে কে নির্বাচন করবে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন কে এখানে নির্বাচন করবেন।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, পীরগঞ্জ পৌরমেয়র অ্যাডভোকেট আবু সালেহ মো. তানজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন পিন্টু, আজিজুর রহমান রাঙ্গা, মোনায়েম সরকার, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।

এর আগে সকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে পৃথক তিনটি মনোনয়নপত্র দাখিল করা হয়। বেলা ১১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

পুরোনো সংবাদ

রংপুর 1581660488989302149

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item