নীলফামারীর চারটি আসনে ৪৫ জনের মনোনয়ন পত্র দাখিল-তালিকা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ নভেম্বর॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ বুধবার (২৮ নভেম্বর) পর্যন্ত ৪৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা জেলা রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার দপ্তরে এসব মনোনয়ন জমা দেন।
জানা যায় মনোনয়ন দাখিলকৃতদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগঃ ৫জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯জন, জাতীয় পার্টি ৫জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ১জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) ১ জন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ জন, কৃষক-শ্রমিক-জনতা লীগ ১ জন, গণফোরাম ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ২ জন, জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশ ১ জন ও স্বতন্ত্র ১৩ জন।
নীলফামারী-১  (ডোমার-ডিমলা) আসনে ১৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ), ড. হামিদা বানু শোভা (আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র), আমিনুল হোসেন সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী), সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (জাপা), রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি), ন্যান্সী রহমান কবীর (বিএনপি), এ আহমেদ বাকের বিল্লাহ মুন (বিএনপি বিদ্রোহী), সিরাজুল ইসলাম (বিএনএফ), জেবেল রহমান গাণি (ন্যাপ), ইউনূছ আলী (বাসদ), সাইফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মওলানা মঞ্জুরুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), আব্দুর সাত্তার (জামায়াত ২০ দলীয় জোট) ও শাহ মখদুম আজম মাশরাফী (স্বতন্ত্র)।
নীলফামারী-২ (সদর) আসনে ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (আওয়ামী লীগ), মো. সামসুজ্জামান জামান (বিএনপি), মনিরুজ্জামান মন্টু (জামায়াত ২০ দলীয় জোট), আতাউর রহমান বাবু (কৃষক শ্রমিক জনতা লীগ), মোছা. রাবেয়া বেগম (এনপিপি), মো. জহুরুল ইসলাম (ইলামী আন্দোলন বাংলাদেশ) ও এজানুর রহমান (স্বতন্ত্র)।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা (আওয়ামী লীগ স্বতন্ত্র), আনসার আলী মিন্টু (আওয়ামী লীগ স্বতন্ত্র), আব্দুল ওয়াহেদ বাহাদুর (আওয়ামী লীগ স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের (জাপা), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (জাপা), গোলাম পাশা এলিচ (জাসদ), ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (বিএনপি), আজিজুল ইসলাম (জামায়াত ২০ দলীয় জোট) আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোজাম্মেল হক (গণফ্রন্ট) ডা. বাদশা আলমগীর (জাপা স্বতন্ত্র)।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য, বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী (জাপা), আহসান আদেলুর রহমান আদেল (জাপা), কণ্ঠ শিল্পী বেবী নাজনীন (বিএনপি), সাবেক সংসদ সদস্য সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ভজে (বিএনপি),  আখতার হোসেন বাদল (আওয়ামী লীগ), ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী (আওয়ামী লীগ), আমেনা কহিনূর (আওয়ামী লীগ) মো. আমিনুল ইসলাম সরকার (আওয়ামী লীগ), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন), আব্দুল হাই সরকার (এনপিপি), বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজ (স্বতন্ত্র) মো. ফরহাদ হোসেন স¤্রাট (স্বতন্ত্র), রশিদুল ইসলাম (স্বতন্ত্র)। #

পুরোনো সংবাদ

নীলফামারী 7757169228526355351

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item