রংপুর বিভাগে ধানের শীষের টিকিট পেলেন যারা(তালিকা)

ডেস্ক-গতকাল সোমবার বেলা সোয়া ৩টা থেতে বিভিন্ন বিভাগের নেতাদের ধানের শীষ প্রতীকের টিকিট ইস্যু করা হয়। বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী রেখে চিঠি দেয়া হচ্ছে। এতে বেশিরভাগই পুরনো মুখগুলোকে দেখা গেছে।
রংপুর বিভাগে যাদের নামে ধানের শীষ প্রতীকের চিঠি  ইস্যু করা করা হয়েছে তারা হলেন-


পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির/তৌহিদুল ইসলাম, পঞ্চগড়-২ জাহিদুর রহমান/ফরহাদ হোসেন আজাদ/তাসমিয়া প্রধান (জাগপা)।

ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ মো. আবদুস সালাম/জুলফিকার মুর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান/জিয়াউল ইসলাম জিয়া।

দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশীদ, দিনাজপুর-২ লে. জে. (অব.) মাহবুবুর রহমান/সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ জাহাঙ্গীর আলম/মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান সরকার/আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজওয়ানুল হক/এসএস জাকারিয়া বাচ্চু, দিনাজাপুর-৬ মো. লুৎফর রহমান/সাহিদুল ইসলাম শাহীন।

নীলফামারী-১ রফিকুল ইসলাম, নীলফামারী-২ শামসুজ্জামান জামাল/কাজী আক্তার জামান, নীলফামারী-৩ ফাহমিদা ফয়সাল কমেট চৌধুরী, নীলফামারী-৪ কণ্ঠশিল্পী বেবী নাজনীন/আমজাদ হোসেন।

লালমনিরহাট-২ সালাউদ্দিন হেলাল, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু।

রংপুর-১ মোশাররফ হোসেন সুজন, রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন/মোজাফফর আলী, রংপুর-৩ রিটা রহমান (পিপিবি)/মোজাফফর আহমদ, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ সোলায়মান আলম/ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম।

কুড়িগ্রাম-১ মো. সাইফুর রহমান রানা/তার স্ত্রী শামীমা রহমান আপন, কুড়িগ্রাম-২ সোহেল হোসনাইন কায়কোবাদ/আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ তাজভীরুল ইসলাম/আবদুল খালেক, কুড়িগ্রাম-৪ আজিজুর রহমান/মুখলেছুর রহমান।

গাইবান্ধা-১ খন্দকার জিয়াউল ইসলাম/মাজহারুল ইসলাম, গাইবান্ধা-২ আহমদ খান, গাইবান্ধা-৩ অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, গাইবান্ধা- ৪ ফারুক আলম।

পুরোনো সংবাদ

রংপুর 4560928581254479121

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item