ডোমারে ফেসবুকে জেএসসির প্রশ্নপত্র ফাঁসের দায়ে যুবক গ্রেফতার

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-ঃ নীলফামারীর ডোমারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর মামলায় একজনকে গত শুক্রবার রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ ।এ ব্যাপারে ডোমার থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ আইনে মামলা হয়েছে ।যার নম্বর -০২,তারিখ-০২/১১/২০১৮ ইং ।আজ শনিবার বিকালে নীলফামারী জেলহাজতে প্রেরণের প্রক্্িরয়া চলছে  বলে জানায় ডোমার থানা পুলিশ ।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম (২১) ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছোটরাউতা গ্রামের কাজীপাড়ার মোঃ আব্দুল আজীজের পুত্র বলে জানায় পুলিশ ।
ডোমার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বদেব রায় জানান,  গ্রেফতারকৃত শরিফুল ইসলামকে  ডিজিটাল নিরাপত্তা আইন/২০১৮ এর ২৩(২) /৩৫ ধারায় নিজবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে ।ম্যাসেঞ্জার ও অন্যান্য ইলেকট্্রনিক ডিভাইসের মাধ্যমে  প্রশ্নপত্রের অনুরুপ প্রশ্নপত্র সংগ্রহ ,বিলি ,বিক্্ির করত বলে জানা গেছে । জনৈক সেবু আহম্মেদ মাধ্যমে তারা এ প্রতারনা করত ।এসব করত  নীল আকাশ ও জেএসসি ফাইনাল  আইডি দিয়ে । বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করত । গত এইচ এস,সি পরীক্ষাতেও তারা প্রতারনা করেছে বলে স্বীকার করেছে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 9037661433452964265

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item