বিজয় ফুল প্রতিযোগীতায় ডোমারের ৩ শিক্ষার্থী বিভাগে উত্তির্ন হওয়ায় সংবর্ধনা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>> 
নীলফামারীর ডোমারের ৩ শিক্ষার্থী বিজয় ফুল প্রতিযোগীতায় রংপুর বিভাগে উর্ত্তিন হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিজয়ীরা হলেন, ডোমার পৌর এলাকার চিকনমাটি ধনী পাড়ার মতিউর রহমানের কন্যা ডোমার সরকারী বালিকা বিদ্যায়ের ৭শ্রেনীর ছাত্রী রিফাত জাহান জিতি (খ) গ্রুপে কবিতা আবৃতি প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন। জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের ডাঃ হাসিবুল ইসলামের ছেলে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র আদনান আফতাব নাফিস একক অভিনয়ে (খ) গ্রুপে তৃতীয় স্থান ও উপজেলার চিলাহাটি এলাকার উজ্জলের কন্যা চিলাহাটি মার্চেন্ট বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নিশাত তাসনিম অর্চনা রচনা প্রতিযোগীতায় বিভাগে প্রথম স্থান অধিকার করে। ৩ শিক্ষাথীসহ তাদের অভিভাবককে উপজেলা নির্বহী কর্মকর্তা উম্মে ফাতিমা ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার শাফিউর রহমান, শিক্ষক নাজিরা আক্তার ফেরদৌসী, আসফাক সারোয়ার সিদ্দিকী সাধন, হারুন অর-রশিদ, সাংবাদিক আনিছুর রহমান মানিক, রবিউল হক রতন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৩১ অক্টোবর ডোমারে, ৬ নভেম্বর জেলায় ও ১১ নভেম্বর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ী হন তারা। রংপুর কাচারী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে স্ক্রেস ও প্রশংসা পত্র তুলে দেন বিভাগীয় কমিশনার জয়নুল বারী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7629374637464427499

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item