ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার।

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে এক হাজার বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়ন( বিজিবি)।

গতকাল সোমবার দিবাগত রাত ৯টায় উপজেলা মহেশপুর মোড়ে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করে ২৯ বিজিবি’র একটি বিশেষ টহল দল। যার আনুমানিক বাজার মুল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রেজাউর রহমান বলেন, তার নির্দেশে, ২৯ বিজিবি’র নায়েক সুবেদার হারুন উর-রশিদ এর নেতৃত্বে একটি টহল দল, সোমবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার মহেশপুর পাকা রাস্তার মোড়ে ওৎ পেতে থেকে একটি চোরাকারবারী দলকে ধাওয়া করে। এসময় চোরাকারবারী দলটি বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে ৪টি কাটুন ফেলে দিয়ে পালিয়ে যায়। চোরাকারবারীদের ফেলে যাওয়া কাটুন গুলো উদ্ধার করে তল্লাশী চালিয়ে ওই কার্টুন থেকে এক হাজার বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায়  চার লাখ টাকা।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6486106893545154086

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item