ফুলবাড়ীতে ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“কাজ, মজুরি, জমি অধিকার, ইনসাফ চাই” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার সকালে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেতদিঘি ইউনিয়ন ক্ষেতমজুর সমিতি সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে ভুমি অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই সম্মেলন শুরু করা  হয়।
ক্ষেতমজুর সমিতি সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিনিষ্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম,বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা কমিটির সভাপতি এখলাছুর রহমান চৌধুরী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য,হাফিজার রহমান,বাংলাদেশ ট্রেড ইউনিয়ান কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক নুরুজ্জামান জামান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সদস্য মোসলেম উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ান কেন্দ্র ফুলবাড়ী উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান,সাধারন সম্পাদক নুর আলম সিদ্দিক,কমিনিষ্ট পার্টি বিরামপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক রপিকুল ইসলাম, পার্বতিপুর উপজেলা কমিটির সহ-সাধারন সম্পাদক তহমিদুর রহমান,ও কমিনিষবট নেতা জাকারিয়া প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, অবিলম্বে দুর্নিতী, সন্ত্রাস, জুলুম,বন্ধ করো করতে হবে, পল্লী রেশন চালু করতে হবে, প্রকৃত ভুমিহিনদের মাঝে খাশজমি বন্টন করতে হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5550196460219630232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item