ফুলবাড়ীতে গত ১০ বছরে বিভিন্ন খাতে প্রায় ৬’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বদলে যাচ্ছে বাংলাদেশ এই জনপদের মানুষের জীবনমান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১০বছরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও),বরেন্দ্র বহুমুখি বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ,(বিএমডিএ) এবং স্থানীয় সরকার প্রকৈাশলী অধিদপ্তরের (এলজিইডি),পল্লীবিদুৎ, পিডিবি, এডিবি, সমাজসেবা, যুবো উন্নয়ন, প্রথমিক ও মাধ্যমিক শিক্ষাসহ অন্যান্য দপ্তরের আওতায় প্রায় ৫’শত ৫০কোটি ৫৩ লক্ষ ৩২ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
 বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেল যুক্তো হওয়ায় ফুলবাড়ী উপজেলার দৃশ্যপট যেমন পাল্টে গেছে তেমনি এই জনপদের মনুষের অর্থনৈতিক উন্নয়নের চাকাও দ্রুত ঘুরতে শুরু করেছে। যা ইতিপুর্বে এই জনপদের মানুষের কাছে ছিলো শুধুই স্বপ্ন।
এই উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে প্রত্যন্ত গ্রামঅঞ্চলের মেঠোপথ পাকাকরন,খরায় আবাদী জমির পানির চাহিদা পুরনে জন্য খাল খনন ও স্লুইস গেট নির্মান,বিধবা ও বয়স্ক ভাতা মাতৃকালিন ভাতা প্রদান,নতুন সেতু-কালভার্ট নির্মান, পুরাতন সেতু কালভার্ট সংস্কার করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, প্রাচির ও গেইট নির্মান,২১টি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র নির্মান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরন ও আইসিটি বিষয়ে বরাদ্ধ,শতভাগ বিদুৎয়ান,জনস্বাস্থ্য প্রকল্প,অসচ্ছল মুক্তি যোদ্ধাদের বাসস্থান ও মুক্তিযোদ্ধা ভবন নির্মান,যাদের জমি আছে ঘর নাই এমন ব্যাক্তিদের ৪শটি পরিবারের মাঝে ঘর বরাদ্ধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ  সম্পন্ন করা হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে।
প্রাপ্ত সুত্রে জানাগেছে, শিক্ষা খাতে ৬ কোটি ৮৫ লক্ষ ৬৫হাজার টাকা, স্থানীয় সরকার প্রকৈাশলী অধিদপ্তরের (এলজিইডি) খাতে ১৪৯ কোটি ৩৪ লক্ষ ৩৫হাজার টাকা, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) এর খাতে ৫৮ কোটি ১৫ লক্ষ ৩ হাজার টাকা,স্বাস্থ্য খাতে ৬ কোটি ৩৪ লক্ষ টাকা,কৃষি খাতে ৩ কোটি ৩৮ লক্ষ টাকা,সমাজ সেবা অধিদপ্তরের অধিনে ২৪ কোটি ৫৮ লক্ষ ১৫ হাজার টাকা,যুবউন্নয়ন অধিদপ্তরের অধিনে ১৫ কোটি ৮৪ লক্ষ ৫০ হাজার টাকা,জেলা পরিষদ এডিপি রাজ¦স্ব খাতে ৬ কোটি ১৫ লক্ষ ৯ হাজার টাকা,সমবায় কার্যালয়ের অধিনে ২ কোটি ৪৩ লক্ষ ১ হাজার টাকা,প্রধান মন্ত্রির অগ্রাধীকার প্রকল্প (অশ্রয়ন প্রকল্প) খাতে ৪ কোটি ৩৭ লক্ষ ২ হাজার টাকা,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিনে ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা,পল্লী উন্নয়ন কার্যালয়ের অধিনে একটিবাড়ী একটি খামার প্রকল্পে,৩২ কোটি টাকা,বিআর ডিবি খাতে ১৫ কোটি টাকা,পৌরসভার মাধ্যমে উন্নয়ন সহায়তা তহবিল এডিবির আওতায়, বিভিন্ন উন্নয়নে ৩৩ কোটি ৪৪ লক্ষ টাকা,পল্লীবিদুৎ খাতে ১১২ কোটি টাকা,পিডিবি উন্নয়ন খাতে ৫ কোটি টাকা,প্রস্তাবিত উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মান খাতে ২০ কোটি টাকাসহ সর্বমোট ৫শত ৫০ কোটি ৫৩ লক্ষ ৩২ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2221368020749616098

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item