দেবীগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,সিনিয়র রিপোর্টার-
: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেবীগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা।
রোববার সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’-এ প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ  হয়।
এ সময় জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার।

অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সংগঠনের সদস্যবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।#

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3502093018758670462

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item