রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সকল নাগরিকের জন্য ওয়াশ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আবেদন


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয়  সংসদ নির্বাচনকে সমানে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সকল নাগরিকে জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) অন্তর্র্র্ভূক্তি নিশ্চিত করতে ওয়াশ সেক্টরের সাথে জড়িত নেটওয়ার্ক ও সংস্থাসমূহের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। সম্প্রতি ওয়াটার এইড, ইউনিসেফ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ওয়াটার.অরগ্, এফএসএম, নেটওয়ার্ক, ফানসা, ডব্লিউএসএসসি,সি, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল এবং ওয়াশ অ্যালায়েন্স থেকে সংবাদপত্রে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে ওই আবেদন জানানো হয়।
 আবেদনে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনার জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনে নি¤েœউল্লিখিত বিষয়গুলো অন্তর্ভূক্তির জন্য বলা হয়। এ সবের মধ্যে  রয়েছেন (১) সকলের জন্য আর্সেনিক ও জীবাণুমুক্ত নিরাপদ সুপেয় পানি প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও নিরাপদ পানির যথোপযুক্ত প্রযুক্তির উন্নয়ন, (২) টেকসই ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার (এফএসএম) যথাযথ বাস্তবায়নসহ জনসমাগমস্থল এবং সকল প্রতিষ্ঠানে নারী,শিশু ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিতকরণ, (৩) কিশোর ও প্রজননক্ষম নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্রাপকিন এবং ন্যাকপকিন তৈরিতে ব্যবহৃত কাঁচামালের উপর বিদ্যমান সকল ধরনের শুল্ক ও কর মওকুফ (৪) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরসহ সকলের জন্য নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন(ওয়াশ) বিষয়ক অন্তর্ভূক্তিমূলক সেবা নিশ্চিত করতে ওয়ঢাশ খাতে অর্থায়ন বৃদ্ধি এবং শহর ও গ্রামের মধ্যে বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিতকরণ।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3210688005402250197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item