আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ,খালেদা জিয়ার ফরম কিনে বিএনপির মনোনয়ন কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
শেষ দিনের মত সোমবার (১২ নভেম্বর) আ. লীগের প্রার্থী হতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। এদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়ার শেষ সময়। তবে পূর্বঘোষিত সময় অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শেষ করবে সংগঠনটি।
এদিকে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার অবস্থান থেকে সরে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলীয় মনোনয়ন ফরম কেনার জন্য শুক্রবার থেকেই বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের শত শত সমর্থক বর্ণিল শোভাযাত্রা নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।
এবার আ.লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করতে আটটি বিভাগের জন্য আটটি বুথ খোলা হয়েছে। ধানমন্ডিতে দলটির বর্ধিত কার্যালয়ের দোতলা ও তিনতলা থেকে মনোনয়ন ফরম কিনছেন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা।
প্রথম থেকে আরম্ভ করে তৃতীয় দিন পর্যন্ত মোট তিন দিনে আওয়ামী লীগের ৪ হাজার ৩৫টি ফরম বিক্রি করেছে ক্ষমতাশীন দল।রবিবার (১১ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বরাবরের মতন ফরম বিক্রি করা হয়। দিন শেষে করা হিসেবে ৮৩৫টি ফরম বিক্রি হয়। এর আগের দুইদিনে ৩ হাজার ২শ' ফরম বিক্রি হয়। সর্বমোট ৪ হাজার ৩৫টি ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
অন্যদিকে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।  তার জন্য ফেনী-১ ও বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ফেনী-১ আসন থেকে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র নেন।
দ্বিতীয় নেতা হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বগুড়া-৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
এদিকে মনোনয়ন সংগ্রহের জন্য ইতিমধ্যেই সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীরা।
আজ ও কাল দুই দিন মনোনয়ন প্রত্যাশীরা বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।  মনোনয়ন সংগ্রহ শেষে মঙ্গলবার ও বুধবার দুইদিন নয়াপল্টন কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া যাবে।
এর আগে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়া হয়।  কামাল হোসেনকে প্রধান করে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3742770239333613640

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item