সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে লালন সংগীত সন্ধ্যা ॥ দর্শক শ্রোতা মুগ্ধ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের (বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী) নীলফামারীর সৈয়দপুর শাখার ওই লালন সংগীত সন্ধ্যার আয়োজন করে। সংগঠনের সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ নিজস্ব কার্যালয়ের সামনে মঙ্গলবার (১৩ নভেম্বর) ওই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান দার্শনিক লালনের কর্মময় জীবন নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। 
 আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন  বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।
 এতে সভাপত্বি করেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ও সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ।
 অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সহকারি অধ্যাপক সুমন্ত সরকার, কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত,সংগঠনের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ অধিকারী, উপদেষ্টা নূরুজ্জামান জোয়ারদার, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু, সাংবাদিক এম আর ঝন্টু প্রমুখ।
এরপর সমবেত কন্ঠের পরিবেশনায় শুরু হয় লালন সংগীত সন্ধ্যা। এতে একে একে লালনের গান পরিবেশন করেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর, বিনয় কুমার রাজবংশী, মিশু, তাপস, রকি, আমির আলী আজাদ, শাওন, মনোয়ার, জয়দেব কুমার রায়, তপশ্রী, জয়া, বীথি জামান, ইফফাত কলি, একুশি, শরীফ মৃধা, মুন, অমৃতা, পিয়ালি। সংগীত সন্ধ্যার আয়োজনে হারমোনিয়ামে ছিলেন তাসনিম ও জয়া, তবলায় মিল্টন, বাঁশিতে সোহান, দোতারায় বিনয়, খমকে তাপস ও মন্দিরায় অপু।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুমার অপু বিশ^াস।
শীতের সন্ধ্যায় দর্শক শ্রোতারা শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন। দেশীয় বাদ্যযন্ত্রে শিল্পী কলাকুশলীদের সাদা পোশাকে অন্য রকম আবহ ও কিশোরের মঞ্চ সজ্জায় এটি ছিল উদীচীর শ্রেষ্ঠ পরিবেশনা বলে অনেকে মন্তব্য করেন।     

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3714246042748944394

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item