রাণীশংকৈলে জেল হত্যা দিবসে ওয়ার্কার্স পার্টির জনসভা

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৩ নভেম্বর শনিবার জাতীয় জেলহত্যা দিবসে ওয়ার্কার্স পার্টির এক জনসভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা সভাপতি সংসদ সদস্য ইয়াসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, নজরুল ইসলাম হক্কানি ও মোসাদ্দেক হোসেন লাবু। বক্তা ছিলেন পার্টির জেলা সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম, তৈমুর হোসেন, আনোয়ারুল ইসলাম , এ্যাড: ইমরান হোসেন চৌধুরী ও আবু জাহেদ জুয়েল প্রমুখ। সঞ্চালনা করেন পার্টির জেলা সম্পাদক ফয়জুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে  জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানান এবং বিএনপি কে নির্বাচনে আসার আহবান জানিয়ে বলেন , নির্বাচনকালীন একটি সরকার হবে, তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্ম তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে এ সরকার যে উন্নয়ন করেছে তাতে শেখ হাসিনা সরকার নির্বাচনকে ভয় পায় না। শেষে তিনি ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে আগামী জাতীয় নির্বাচনে তার ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী এমপি কে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6965394524688413848

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item