ঠাকুরগাঁওয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।   শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮০ লক্ষ টাকা ব্যয়ে রবিবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ভবনটি নির্মাণ হলে ওই এলাকার অসংখ্য শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।   উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে আওয়ামী লীগ সরকার বিদ্যালয়গুলোতে একাডেমিক ভবন দিচ্ছে। এতে করে শিক্ষার্থীরা সুন্দরভাবে পাঠদান গ্রহণ করতে পারে। এ সরকারের জন্যেই দেশে শিক্ষার মানোন্নয়ন হয়েছে।   দারাজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ সহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3405145991446629850

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item