সৈয়দপুর পৌরসভার সুপার মার্কেটের দোকানের পজেশন বিক্রি সংক্রান্ত মতবিনিময় সভা

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভার সুপার মার্কেটের দোকানের পজেশন বিক্রি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন হলে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সচিব আশীষ কুমার সরকার।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার করিব, ব্যবসায়ী নেতা মো. মোস্তফা, রাজ কুমার পোদ্দার রাজু, মো. ইদ্রিস আলী, আলহাজ্ব মো. আফতাব আলম জুবায়ের, হাজী মো. ইমতিয়াজ, আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছাইদুর রহমান সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আবু-বিন আজাদ (রতন), ব্যবসায়ী মো. বাবুল হোসেন, তারিকুল ইসলাম তারিক, মাসুদ চৌধুরী, মো. মিঠু, আব্দুর রউফ, জাপা নেতা আলতাফ হোসেন,টিএলসিসি’র সদস্য মো. রুহুল আলম মাস্টার, শিক্ষিকা  মোছা. বিলকিছ বানু প্রমূখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন  সৈয়দপুর পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল সরকার রাজু।
এর আগে মতবিনিময় সভার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে নির্মিতব্য সৈয়দপুর পৌর সুপার মার্কেটের বিস্তারিত তথ্য চিত্র তুলে ধরা হয়। এ পর্বটি উপস্থাপনা করেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী। এতে সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদার।
 মতবিনিময় সভায় শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সুধীজন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে (রংপুর রোড) সৈয়দপুর নিজস্ব জায়গায় পানি সরবরাহ কেন্দ্র সংলগ্ন প্রায় সাড়ে চার একর জমিতে পৌর সুপার মার্কেটটি গড়ে তোলা হবে। ইতোমধ্যে এর নক্শা তৈরি কাজ সম্পন্ন হয়েছে। ছয়তলা ভিত্তির দ্বি-তল সৈয়দপুর পৌর সুপার মার্কেটে ৩ শ’ দোকান ঘর নির্মিত হবে। এলজিইডি’র  মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সৈয়দপুর পৌর সুপার মার্কেটে সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 6479683552892262983

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item