সৈয়দপুরে সাংবাদিক ও সুধীজনের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:  

আলোকিত ও সমৃদ্ধ সৈয়দপুর উপজেলা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আমাদের ভাবনা নিয়ে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সৈয়দপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া।
গতকাল (বুধবার) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথক পৃথকভাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুটি সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া।
সুধিজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সৈয়দপুরের যানজট, রাত্রীকালীন কোচ স্ট্যান্ড, ফুটপাত দখলসহ বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ¦ বখতিয়ার কবির, বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, নাগারিক কমিটির নেতা রুহুল আলম মাস্টার, শিক্ষক মমিনুুল ইসলাম মুকুলসহ অন্যান্যরা।
এর আগে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সৈয়দপুরের উল্লিখিত সমস্যাগুলো তুলে ধরা হয়। বক্তাদের বক্তব্যে  সৈয়দপুরের সমস্যার কথা শুনে সকলকে সাথে নিয়ে এসব সমস্যা আশু সমাধানে শিগগিরিই উদ্যোগ নেয়া হবে বলে জানান ইউএনও এস এম গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় সৈয়দপুরের যানজট পরিস্থিতি, নাইট কোচ স্ট্যান্ডসহ অন্যান্য সমস্যা সমাধান সম্ভব। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনুসহ সৈয়দপুরের সকল গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।   

পুরোনো সংবাদ

নীলফামারী 5102257444712424284

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item