রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুরো  

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে দৃষ্টিনন্দন আধুনিক সুবিধা সম্বলিত টার্মিনাল গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় বাস টার্মিনালের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গা এমপি। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে পুন: নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হাসানুজ্জামান নাজিমের সঞ্চালনা ও সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রসিকের ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ হারুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা পরিষদ সদস্য হাজী শামছুল আলম, রংপুর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক খতিবর রহমান প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ২৯ হাজার ৬৪৫ বর্গফুট আয়তনে দুই তলা বিশিষ্ট ভবন নির্মাণ হবে। এখানে ওয়ার্কশপ, ড্রাইভার কন্টাক্টারদের রিফ্রেশমেন্ট রুম থাকবে। গাড়ি পার্কিং এরিয়া থাকবে। মূল ভবনের নিচ তলাতে ১৪টি টিকেট কাউন্টার, ৩টি এটিএম বুথ, মহিলাদের নামাজ ঘর, ২টি ডে কেয়ার সেন্টার, ৬টি খাবারের দোকান, ১টি ঔষধের দোকান, পাবলিক টয়লেট, লাগেজ এরিয়া ও যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে। এছাড়া দ্বিতীয় তলাতে রেস্টুরেন্ট, শিশুদের খেলার রুম, দোকান, ট্রাফিক বিভাগ, কন্ট্রল রুম, টেকনিক্যাল বিভাগ, প্রশাসনিক বিভাগ, মিটিং রুম, পাবলিক টয়লেট, ভিআইপি লাউন্স ও রুম থাকবে। এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯ কোটি টাকা। 

পুরোনো সংবাদ

রংপুর 5210299818957835948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item