রংপুরে বঙ্গবন্ধু শ্রেষ্ঠ পরিবেশ কর্মী পদক পেলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুরো 

সবুজ শ্যামলে নির্মল বিশুদ্ধ পরিবেশ নিশ্চিতকরণে তরুণ-তরুণী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষার আন্দোলনে সামনে থাকার প্রতিশ্রুতিতে শেষ হয়েছে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ এর ‘সবুজে বাঁচি-সবুজ বাঁচাই’ শীর্ষক আয়োজন। কর্মসূচী। সোমবার দুপুরে রংপুর টাউন হল অডিটরিয়ামে রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দেন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’র পরিবেশ কর্মীরা। 
আলোচনা অনুষ্ঠানে রংপুর জেলা সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’র সভাপতি সাইফুল ইসলাম সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রকল্প পরিচালক (গুচ্চ গ্রাম প্রকল্প ২) উপ সচিব এসএম আবু হোরায়রা। বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী প্রমুখ।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্, বন বিভাগের রংপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ সভাপতি শামীম ইকবাল, বিভাগীয় সমন্বয়ক এরশাদুল হক রঞ্জু, মহানগর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাফি প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ে বিশেষ অবদান রাখায় রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি এবং পরিবেশ কর্মী শামীম ইকবালকে বঙ্গবন্ধু শ্রেষ্ঠ পরিবেশ পদক প্রদান করা হয়। এরআগে সকালে  বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘সবুজে বাঁচি-সবুজ বাঁচাই’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধন করেন সংগঠনের রংপুর মহানগর সভাপতি মিজানুর রহমান তুহিন। অনুষ্ঠানে রংপুর মহানগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ, বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 537695653779194081

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item