পাগলাপীরে হানিফ কোচের ধাক্কায় আহত রিকসা ভ্যান চালক জয়নালের মৃত্যুবরণ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে যাত্রীবাগী চেয়ার কোর্চ হানিফ এন্টার প্র্ইাজ এর ধাক্কায় আহত দরিদ্র রিকসা ভ্যান চালক মোঃ জয়নাল আবেদীন টানা ৫ দিন জীবনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন। গতকাল রবিবার সকাল ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। ফলে এ নিয়ে পাগলাপীর বন্দরের হানিফ এন্টারপ্রাইজ কোচের ধাক্কায় নিহতের সংখ্যা দ্বারালো ২এ। নিহত রিকসা ভ্যান চালক জয়নাল আবেদীন পাগলাপীরের গোকুলপুর ০৮নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। নিহত রিকসা ভ্যান চালক জয়নালের পরিবারে রয়েছে প্রতিবন্ধী স্ত্রী, নাবাল্যক ১ ছেলে ও ১ মেয়ে। রবিবার বাদ এশা তার জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। তবে রিকসা ভ্যান চালক জয়নালের পরিবার ও পাগলাপীরের সচেতন মহল দাবী করছেন পুলিশের অসহযোগিতা ও কতর্ব্যরত চিকিৎসকদের অবহেলার কারনে মৃত্যুবরণ করতে হলো রিকসা ভ্যান চালক দারিদ্র জয়নাল আবেদীনকে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানার সার্জেন্ট মোঃ নওশাদ আলী সাংবাদিককে জানান গত ২৩ অক্টোবর ২০১৮ রোজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় রংপুর ট-১১-০১৩২ নম্বরের পিকআপ ট্রাক সৈয়দপুর হতে জলঢাকা ডালিয়া যাওয়ার পথে পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে গাড়িটি ক্রোচিং করে নেওয়ার সময় ঢাকা মেট্রো ড-১৪-৮৫৩৮ নম্বরের ঢাকা ছেড়ে আসা তেঁতুলিয়া পঞ্চগড় ও ঠাকুরগাঁও গামী হানিফ এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী কোর্চ সড়কের রং সাইড ডান দিক থেকে এসে সামন দিয়ে পিকআপ ট্রাকটিকে ধাক্কা মারে। এতে পিকআপ ট্রাক ও চেয়ারকোর্চ হানিফ এন্টারপ্রাইজের ধাক্কায় গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলে এক অজ্ঞাত যুবক নিহত হয় এবং রিকসা ভ্যান চালক জয়নাল আবেদীন লাজুর চায়ের দোকানের ম্যানেজার মোঃ কাল্টু মিয়া ও খিলিপান দোকানী রশিদুলের স্কুল পড়–য়া ছাত্র মিল্লাত গুরুতর জখন হয়ে তারা ৩ জনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং এ দূঘর্টনায় চায়ের দোকানী মোঃ লাজু মিয়া, খিলিপান দোকানী মোঃ লেবু মিয়া, মোঃ ফিরুজুল ইসলাম, রশিদুল ইসলাম, হারুন মিয়া, সিদ্ধ ডিমের দেকানী মিজানুর এবং ফুলের দোকানী শাহাদৎ  সহ ৭ ব্যবসাীয় দোকানপাট ভেঙ্গে চুরমার, মালামাল লুটপাট হয়ে প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষতি স্বীকার হয়। অপরদিকে হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী এ ঘটনার সত্যতার স্বীকার তিনি বলেন এ বিষয়ে মামলা হয়েছে এবং চেয়ারকোর্চ হানিফ এন্টারপ্রাইজ ও পিকআপ ট্রাকটি থানার হেফাজতে রয়েছে। 

পুরোনো সংবাদ

রংপুর 7224762688392580926

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item