পীরগাছায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)ঃ

শীতের আগমনে রংপুরের পীরগাছার বিভিন্ন হাট-বাজারে ও পাড়া মহল্লায় লেপ-তোষক তৈরীর ধুম পড়েছে। শীত জেকে বসার আগ মূহুর্তে কারিগরদের হাকডাক শুরু হয়েছে। লেপ-তোষকের দোকানে ব্যাপক হারে বেড়ে চলেছে কেনাবেচা। শীতকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মার্কেট ও সাপ্তাহিক হাটগুলোতে গড়ে উঠা লেপ-তোষকের দোকানগুলোতে ক্রমেই বেড়ে চলেছে ক্রেতাদের আনাগোনা। সরেজমিনে উপজেলার তাম্বুলপুর বাজারে লেপ-তোষকের দোকান গুলোতে ব্যপক ভিড় লক্ষ্য করা যায়। দোকানিরা অর্ডার গ্রহণ ও বিভিন্ন রঙ্গের ও মানের কাপড় তুলা দেখাতে ব্যস্ত সময় পার করছেন। এ বছর লেপের দাম কেমন হবে এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম জানান, রেডিমেড লেপ কিনতে খরচ পড়বে- সিঙ্গেল লেপ দেড় হাজার টাকা, সেমি ডবল লেপ আঠার শ থেকে ২ হাজার টাকা। এছাড়া শুধু রেডিমেডেই নয় ক্রেতারা তার পছন্দ মতো লেপ-তোষক কারিগর দিয়ে তৈরী করিয়ে নিতে পারবে। এক্ষেত্রে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ পড়বে। তিনি আরো বলেন, তুলার মান ও পরিমাণের উপর নির্ভর করে লেপ তৈরীর খরচ। লেপ-তোষক তৈরীর কারীগর গণেশ রায় ও দিলীপ রায় এর সাথে কথা হলে তিনি জানান আমরা আকার ভেদে ২শ থেকে ৫শত টাকা পর্যন্ত মজুরী পেয়ে থাকি। শীতের আগমনে আমাদের হাকডাক থাকলে শীত মৌসুম শেষ হলে জীবন-জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়ে অন্য পেশার দিকে ঝুঁকে পড়তে হয়। 

পুরোনো সংবাদ

রংপুর 3479013094844721743

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item