পঞ্চগড়ে বিদ্যুতের পিলার চাপায় কিশোরের মৃত্যু

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বিদ্যুতের নির্মাণাধীন পিলার কাজ করার সময় বিদ্যুতের পোল চাপায় মীম ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট তালমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মীম ওই এলাকার আব্দুল করিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিপাড়া এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইন সরবরাহের কাজ চলছিল। স্থানীয় একটি মসজিদের পাশে বিদ্যুতের পিলার স্থাপনের সময় রশি ছিড়ে পিলার পড়ে গেলে মীম তাতে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোর দাঁড়িয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ করা দেখছিল। হঠাৎ পিলার স্থাপনের সময় পিলারটি ফসকে পড়ে যায়। এতে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7810698524152269009

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item