তেঁতুলিয়ায় সৃজন উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র‌্যালী ও বিজয় মেলা অনুষ্ঠিত

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ  তেঁতুলিয়ায় নতুন প্রজন্মকে মহান মুক্তিযোদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বিজয় ফুল উৎসব ও “সৃজন উন্নয়নে বাংলাদেশ শীর্ষক” দিনব্যপী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ হলরুমে শেষ হয়। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের সৃজনী উন্নয়ন সম্পর্কিত ২২টি স্টল রয়েছে। এছাড়াও দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বিজয় ফুল তৈরী ও বিজয় উৎসব পালিত হয়। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয় ফুল তৈরীতে শ্রেষ্ঠত্ব অর্জন কারীদের মাঝে পুরস্কার বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আসলাম প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8684817660434894921

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item