পঞ্চগড়ে শীতকালীন আগাম হাইব্রিড জাতের সিমের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নে শীতকালীন আগাম হাইব্রিড জাতের সিমের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। জনপ্রিয় হয়ে উঠেছে ক্ষুদ্র চাষীদের উদ্যোগ। প্রতিবছর বাড়ছে সিমের উৎপাদন। এতে বদলে দিয়েছে ক্ষুদ্র চাষীদের জীবন। হাড়িভাসার অঞ্চলে ব্যাপক পরিচিত শীতকালীন এই সিম চাষ করে চাষীরা তাদের ভাগ্য বদলে দিয়েছে । বর্তমানে বাজারে এই সিমের ব্যাপক চাহিদা। পাইকারি বাজারে প্রতি মণ সিম বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকা দরে। শুধু পঞ্চগড়ে নয় এই সিম পঞ্চগড় থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। পঞ্চগড় হাড়িভাসা সিম চাষী মো: মকলেছারের সাথে কথা বলে জানা গেছে, সিম চাষ করতে বিঘা প্রতি খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত চলবে সিম তোলা ও বিক্রি। এতে করে ছয় মাসে প্রতি বিঘায় সিম বিক্রি আসে দেড় থেকে দুই লক্ষ টাকা।  এর মধ্যে বাড়তি খরচ হয় সিম তোলা ও বহন খরচ। তাছাড়া আর তেমন কোনো খরচ নেই বললেই চলে। তাই পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নে প্রায় কৃষক বর্তমানে সিম চাষের ঝুকি নিয়েছে। এতে কৃষকরা বেশ লাভবান হচ্ছে বলে জানান, ঐ এলাকার কৃষক মকলেছ সহ আরও অনেকে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5770339958793145772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item