পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের অভাবে দুর্ভোগে মানুষ

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় আধুনিক হাসপাতালে বিশেষঞ্জসহ অন্যান্য বিভাগে চিকিৎসকের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন পঞ্চগড় জেলা মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার জন্য আসা অসুস্থ্যরা। এতে করে ১০০ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ চিকিৎসা সেবা নিতে আসা লোকজনেরা। হাসপাতালে ভর্তি হওয়ার পর ২/৩ দিনেও চিকিৎসকের দেখা না পেয়ে চিকিৎসা ছাড়াই ফিরে যান অনেক রোগীরা। এ নিয়ে জেলার এই আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ১৯৮০ সালে এই হাসপাতালটির আধুনিকয়নের পর ১৯৮৩ সালে ৫০ শয্যায় উন্নতি হয় পঞ্চগড় সদর হাসপাতাল। ২০০৩ সালে এটি শয্যার আধুনিক সদর হাসপাতালে উন্নতি করা হয়। তবে দীর্ঘ সময়ের ব্যবধানেও এর স্বাস্থ্যসেবার মান আশানুরূপ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা। ৩৬ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র ৮ জন। এদের মধ্যে আবার ২/৩ জন নানা প্রশিক্ষণসহ নানা কারণে বাইরে থাকেন। এই ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় ১০০-১৫০ রোগী ভর্তি থাকেন হাসপাতালে। এছাড়াও হাসপাতালে প্রতিদিন বহিঃবিভাগে ৩শ থেকে ৪শ পর্যন্ত রোগী নানা রোগের চিকিৎসা নিতে আসেন। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবার বেহাল দশা। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সঙ্গে কথা হলে তিনি বলেন ৯দিন পূর্বে হাসপাতালে ভর্তি থেকেও চিকিৎসা না পেয়ে ফিরে যান। তার বাড়ি শহরের কামাতপাড়া এলাকায়। পেশায় ইলেক্ট্রনিক মেকানিক আবুল কাশেম বলে শ্বাসকষ্ট আর বুকের ব্যাথা নিয়ে ৯দিন ধরে হাসপাতালে পড়ে ছিলাম। কোনো চিকিৎসা পাইনি। ডাক্তার বলেছেন, এখানে চিকিৎসা হবে না। তাই ছাড়পত্র নিয়ে চলে এসেছি। ভালো চিকিৎসার জন্য বাইরে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তবে হাসপাতালে কর্তৃপক্ষের দাবী চিকিৎসক সংকটের মাঝেও তারা যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মনোয়ার হোসেন বলেন ভর্তিকৃত রোগী ছাড়াও হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন ৪শ থেকে ৫শ রোগী দেখতে হয়। আমাদের সীমাবদ্ধতা সত্বেও চেষ্টা করে যাচ্ছি। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন চিকিৎসকের যোগদানের কথা রয়েছে। সেক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে আশা করি। এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোশারফ হোসেন একাই মেডিসিন এবং হৃদরোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতেন। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করায় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এ বিভাগের রোগীরা। গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পদটি দীর্ঘদিন ধরে শুন্য। হাসপাতালে গাইনি রোগীরা পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রতারিত হচ্ছে। পঞ্চগড়ের যত্রতত্র গড়ে ওঠা মানহীন এসব প্রাইভেট ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশে গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ছারাই কোনো মতে সিজারিয়ান অপারেশন করে ইচ্ছামতো অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আর রোগীর স্বজনেরাও নিরুপায় হয়ে তাদের কাছেই ছুটে যাচ্ছেন প্রসুতি রোগীদের নিয়ে। তবে সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগ নতুন করে ১৪ জন স্বাস্থ্য বিভাগে চিকিৎসক নিয়োগের কথা জানান সিভিল সার্জন ডাঃ নিজাম উদ্দিন। তিনি বলেন আমাদের স্বাস্থ্য বিভাগে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা কিছুটা ব্যহত হচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে আমরাও বিপাকে পড়েছি।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5749002882007578427

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item