নীলফামারীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে  শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত কর্মসূচির প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক আবুল কাশেম আযাদ, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. কোবাদ আলী প্রমুখ।
পরে সেখানে দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. কোবাদ আলীর নেতৃত্বে ভূমিকম্পের দূর্যোগে উদ্ধার কাজের মহড়া প্রদর্শন শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় দিবসটি পালিত হয়েছে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 504461220379656473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item